Monday, September 22, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollউৎসবের মরসুমে শহর কলকাতায় ফের শুটআউট
Kolkata

উৎসবের মরসুমে শহর কলকাতায় ফের শুটআউট

কলকাতা: উৎসবের মরসুমে শহর কলকাতায় ফের শুটআউট (Shootout)। মহালয়ায় চারু মার্কেটের পর আজ প্রতিপদে গার্ডেনরিচে চলল গুলি। দেবী পক্ষের শুরুতেই গার্ডেন রিচে ডিসি বন্দরের অফিসের কাছেই ‘খুন’। রাস্তার উপর অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মাথায় গুলি লাগে ওই ব্যাক্তির। রক্তাক্ত দেহের পাশেই পড়ে রয়েছে বন্দুক। উদ্ধার একটি ব্যাগও। তবে কী কারণে এই ঘটনা তা জানতে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে।

উল্লেখ্য, মহালয়ার দিন চারু মার্কেটে শুটআউটের ঘটনা ঘটে। চারু মার্কেটে জিমের গুলি চালায় দুষ্কৃতীরা। জিমের মালিককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় দুস্কৃতীরা।হেলমেট ও রেন কোট পরে জিমে চড়াও হয় ২ দুষ্কৃতী। তবে এখনও অধরা অভিযুক্তরা।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News